নাসির চলতি বিপিএলে চরম ব্যর্থ

জাতীয় দলে ‘সাবেক’ হয়ে যাওয়া অলরাউন্ডার নাসির হোসেনের খুব খারাপ সময় যাচ্ছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বিপিএলের চলমান সপ্তম আসরে তেমন কোনো সাফল্যও বয়ে আনতে পারেননি নাসির।
শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দলের প্রয়োজন মুহুর্তেও হাল ধরতের পারেননি নাসির। ২২ রানে ওপেনার লেন্ডল সিমন্স ও অধিনায়ক ইমরুল কায়েস আউট হওয়ার পর চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি নাসির।
১৩ বল খেলে রংপুর রেঞ্জার্সের আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর বলে ক্যাচ তুলে দিয়ে ফেরার আগে মাত্র ৯ রান করার সুযোগ পান নাসির।
শুধু এই ম্যাচেই নয়, চলতি বিপিএলে চরম ব্যর্থ জাতীয় দলের সাবেক এ অলরাউন্ডার। চলতি বিপিএল ইতিমধ্যে ৬ ম্যাচ খেলে ব্যাট হাতে মাত্র ৩৯ রান করেছেন নাসির। বল হাতেও সাফল্য পাননি তিনি।
পাঁচ ম্যাচে ১২ ওভার বল করে ১২৭ রান খরচ করে কোনো উইকেট শিকার করতে পারেননি নাসির। তার পরও নাসির ফর্মে ফিরবেন সেই প্রত্যাশাই রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।