আমেরিকায় স্থায়ী হবেন মিশা সওদাগর, অভিনয়কে জানাবেন বিদায়

Dec 21, 2019 / 04:59pm
আমেরিকায় স্থায়ী হবেন মিশা সওদাগর, অভিনয়কে জানাবেন বিদায়

বেশ কয়েক বছর ধরে অভিনয় ছেড়ে দেওয়ার কথা বলে আসছেন মিশা সওদাগর।

কিন্তু হাতে একের পর এক ছবির প্রস্তাব আসতে থাকায় কোনোভাবেই সরে দাঁড়াতে পারছিলেন না।

তা ছাড়া শিল্পী সংকটের এই সময়ে নিজেকে গুটিয়ে নেওয়াটাও চলচ্চিত্রের জন্য ক্ষতি, তাই অভিনয় চালিয়ে যাচ্ছিলেন।

তবে এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন এই খল অভিনেতা।

হাতে যেসব ছবি আছে সেগুলো শেষ করে আগামী বছরই অভিনয়কে বিদায় জানাবেন। স্থায়ীভাবে আমেরিকায় বসবাসের সিদ্ধান্তও নিয়েছেন।

মিশা বলেন, ‘টানা কাজ করে হাঁপিয়ে উঠেছি। বলতে গেলে জীবনের পুরো সময়টা চলচ্চিত্রেই দিলাম। ভালোবাসাও পেয়েছি মানুষের।

এবার একটু অবসর দরকার। জীবনের বাকি সময়টুকু আমি আল্লাহর ইবাদত করে কাটাতে চাই। আমার ভক্তদের কাছে দোয়া চাই।’