অনেক ঝুঁকি নিয়ে তাকে দলে নেই : ইমরুল

Dec 21, 2019 / 12:38pm
অনেক ঝুঁকি নিয়ে তাকে দলে নেই : ইমরুল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ব্যাটে-বলে জমে উঠেছে বেশ ভালোভাবে। ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে সব আলো কেড়ে নিয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তরুণ পেসার মেহেদী হাসান রানা। কুমিল্লার বিপক্ষে রান বন্যার ম্যাচে ১৬ রানে

জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আগের দুই ম্যাচে টানা ম্যাচ সেরার পুরষ্কার জেতা তরুণ এই পেসার। সংবাদ সম্মেলনে বাঁহাতি এই পেসারের দল পাওয়ার পেছনের গল্প জানালেন ভারপ্রাপ্ত কাপ্তান ইমরুল কায়েস।

এখন পর্যন্ত ৪ ম্যাচে ১২ উইকেট নিয়ে আছেন সবার উপরে, দ্বিতীয় সর্বোচ্চ সৌম্যের ৭। উইকেটের চাইতে রান খরচে মিতব্যয়ী ও ডেথ ওভারে করছেন দুর্দান্ত। গতকাল চট্টগ্রামের দেওয়া ২৩৯ রানের বড় লক্ষ্যও প্রায় তাড়া করে ফেলছিল কুমিল্লা ওয়ারিয়র্স। মেহেদী হাসানের দুর্দান্ত প্রথম স্পেলেই অবশ্য পিছিয়ে যায় তারা। প্রথম দুই ওভারেই তিন উইকেট, প্রথম তিন ওভারে মাত্রে ৬ রান খরচ। শেষ ওভারে আবু হায়দার ছোট্ট ঝড় না তুললে ফিগার হত আরও দুর্দান্ত।

এদিকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রানা প্রসঙ্গ আসতেই নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের চোটে অধিনায়কত্ব পাওয়া ইমরুল জানালেন কীভাবে তার ও রিয়াদের ঝুঁকি নিয়ে রানাকে দলে নেওয়া, ‘রানার বিষয়ে আমি আর রিয়াদ ভাই একরকম চ্যালেঞ্জ নিয়েছিলাম।

রানাকে আসলে, সে যখন দল পায়নি তখন আমি আর রিয়াদ ভাই দুইজন আলোচনা করে দলে নিয়েছিলাম। প্রথমে কেউ ওকে চিনছিলো না। ওকে আসলে একটি ট্রাম্প কার্ড হিসেবে পেয়েছি আমরা।’

ইমরুল বলেন, ‘ও নিজের কাজটি অনেক ভালোভাবে করে যাচ্ছে। আমার মনে হয় এটা ওর ক্যারিয়ারের জন্য ভালো হয়েছে। কারণ এমন বোলার যদি বিপিএল না খেলে, আপনারা দেখবেন যে এমন অনেক বোলার আছে যারা বিপিএলে দল পায়নি, তাদের কেউ চিনে না।

হয়তো রানার মতো অনেক বোলার আছে। আমার মনে হয় যে রানার জন্য এটা ভালো, ওর ক্যারিয়ারের জন্য। আমার বিশ্বাস সে অনেক ভালো করছে এবং আগামীতে আরো ভালো করবে।’

এ সময় তিনি আরও বলেন, ‘আমি মাঠে যতটা সাহায্য করার ততটুকু করি, সাহস দেয়ার দরকার হলে দেই। তবে আরেকটি ব্যাপার হচ্ছে আমি এর আগেও ওর সঙ্গে বিপিএল খেলেছিলাম, প্রিমিয়ার লিগ খেলেছিলাম।’