এনআরসির প্রতিবাদে উত্তাল দিল্লিবি: প্রণব মুখার্জির মেয়ে আটক

Dec 21, 2019 / 12:00pm
এনআরসির প্রতিবাদে উত্তাল দিল্লিবি: প্রণব মুখার্জির মেয়ে আটক

ভারতে নাগরিকত্ব আইন সংশোধনের প্রতিবাদে বিক্ষোভের সময় দেশটির সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি পুলিশের হাতে আটক হয়েছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়ির সামনে বিক্ষোভকালে তাকে আটক করা হয় বলে জানিয়েছে বার্তাসংস্থা পিটিআই।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, দিল্লি কংগ্রেসের নারী ইউনিটের প্রধান শর্মিষ্ঠা মুখার্জি ছাড়াও এ সময় অন্তত ৫০ নারীকে আটক করা হয়।

আটকের পর এক টুইটে শর্মিষ্ঠা মুখার্জি জানান, তাদের মন্দির মার্গ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিল্লিতে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয।

এর মধ্যে রয়েছেন বিরোধীদলীয় নেতা ডি রাজা, সীতারাম ইয়েচুরী, নীলোৎপল বসু, বৃন্দা করত, অজয় মাকেন, সন্দ্বীপ দিক্ষিত প্রমুখ।