সোনার বাংলা গড়তে দল সুসংগঠিত করার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সোনার বাংলা গড়তে, দলকে সুসংগঠিত করার বিকল্প নেই। জাতির পিতার স্বপ্ন পূরণে, সংগঠনকে শক্তিশালী করতে হবে। মানুষের আস্থা-বিশ্বাস অর্জনে কাজ করতে হবে দলের নেতাকর্মীদের।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনের উদ্বোধন ঘোষণাকালে এ সব কথা বলেন তিনি।
শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় এ অধিবেশন শুরু হয়।
সম্মেলনের শুরুতেই প্রধানমন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি জাতির জনকের আদর্শে উজ্জীবিত হতে নেতাকর্মীদের আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে প্রমাণ করেছে, সরকার মানুষের সেবা করতে পারে। অবৈধভাবে উড়ে এসে জুড়ে বসে যারা দেশ চালিয়েছে, তারা সমাজকে জঙ্গিবাদ, সন্ত্রাস দিয়ে কলুষিত করতে চেয়েছিল।
দলীয় কর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, আদর্শের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। কী পেলাম, কী পেলাম না- সেই চিন্তা না করে সংগঠনের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবাইকে কাজ করতে হবে।