মোবাইল আনলক করতে থুথু ব্যবহার করছেন তরুণী, ভিডিও ভাইরাল

পাসওয়ার্ড দেওয়া মোবাইল খুলে যাচ্ছে হাত না লাগিয়েই। এমন কোনো প্রযুক্তি জানা আছে আপনার? জানা না থাকলে দেখে নিন এই তরুণীর কৌশল। হাত না লাগিয়ে নিজের মোবাইল ওই তরুণী আনলক করার ভিডিও ভাইরাল হয়ে গেছে।
ভিডিওটি যুক্তরাষ্ট্রের জর্জিয়া প্রদেশের সব থেকে পুরনো শহর সাভানা-র একটি রেস্তরাঁয় ধারণ করা হয়েছে। লন্ডনের একটি প্রকাশনী সংস্থা জানিয়েছে, ভিডিওর তরুণীর নাম জেসিকা। তিনি এক অভিনব কায়দায় খুলে ফেলছেন মোবাইলের আনলক।
ভিডিওতে দেখা যায়, জেসিকা টেবিলে রাখা মোবাইলের কাছে মুখ নিয়ে যাচ্ছেন। মাত্র কয়েক ইঞ্চি উপর থেকে টাচ ফোনের কি প্যাডে নিজের থুথু দিচ্ছেন। একটি সংখ্যায় তা টাচ করার পর আবার সেই থুথু মুখে টেনে নিচ্ছেন।
একই কায়দায় পরের সংখ্যায় থুথু দিয়ে টাচ করছেন। একে একে মোট ছয় বার কি প্যাডের সংখ্যায় টাচ করেন এভাবে থুথু দিয়ে। আর তাতেই খুলে যাচ্ছে মোবাইলের লক।
শুধু তাই নয় এর পর মোবাইলের ক্যামেরা অ্যাপেও টাচ করেন থুতু দিয়েই। তাতে খুলে যায় ফ্রন্ট ক্যামেরাও। টিকটকে আলপলোড হওয়া ভিডিওটি এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে।
এখন পর্যন্ত ভিডিওটিতে লাইক পড়েছে অন্তত এক লাখ ৬০ হাজার। আর কমেন্ট পড়েছে প্রায় তিন হাজার।