যে সব তারকা ক্রিকেটাররা আইপিএলে দল পাননি

আসন্ন আইপিএলের নিলামে সর্বোচ্চ সাড়ে ১৫ কোটি রূপিতে বিক্রি হন অস্ট্রেলিয়ার তারকা পেসার পেট কামিন্স। তবে আইপিএলের মতো জনপ্রিয় আসরের নিলামের চূড়ান্ত তালিকায় থাকা সত্ত্বেও ৬ বাংলাদেশির মধ্যে কারোরই সুযোগ হয়নি।
আইপিএল নিলামে সুযোগ পাননি মোস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিমসহ দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা পেসার ডেল স্টেইন, মার্টিন গাপটিল।
ক্যারিবীয় ব্যাটিং দানব এভিন লুইস, শাই হোপসহ উইন্ডিজের সদ্য বিদায়ী অধিনায়ক জেসন হোল্ডারও আইপিএল নিলামে সুযোগ পাননি।
আইপিএল নিলামে অবিক্রীত রয়েছেন, কেসরিক উইলিয়ামস, ম্যাট হেনরি, ওশানে থমাস, টম কুরান, মার্ক উড, আলজারি জোসেফ, আন্দিলে ফেহলুকায়ো, কলিন মুনরো, ঋষি ধাওয়ান,
বেন কাটিং, মার্কাস স্টোয়নিস, কলিন ইনগ্রাম, কার্লোস ব্রাথওয়েট, মনোজ তিওয়ারি, নুর আহমেদ, কে এস ভারত, ইশ সোধি, অ্যাডাম জাম্পা, হেডেন ওয়ালশ, টিম সাউদি, হেইনরিখ ক্লাসেন, হনুমা বিহারী ও চেতেশ্বর পুজারা।