কেকেআরে এবার আইপিএলের ইতিহাসে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার

৪৮ বছরের লেগ-স্পিনার প্রবীণ তাম্বেকে ২০ লক্ষ টাকায় কিনল কেকেআর৷ আইপিএলের ইতিহাসে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হলেন তাম্বে৷ প্রথমশ্রেণির ক্রিকেট না-খেলেই আইপিএলে সুযোগ পান তিনি৷
৪১ বছর বয়সে রাজস্থান রয়্যালেসর হয়ে আইপিএল অভিষেক হয় তাম্বের৷ ২০১৪ রাজস্থান রয়্যালসের হয়ে নাইটদের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন মহারাষ্ট্রের এই লেগ-স্পিনার৷ সে বছর সবচেয়ে বেশি উইকেট নিয়ে পার্পেল ক্যাপ জেতেন তাম্বে৷ শেষবার আইপিএল খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ২০১৭-তে৷
নিখিল নায়েককে ২০ লক্ষ টাকা নূন্যতম দামে কিনল কেকেআর৷ আর বাংলার উইকেটকিপার শেহবাজ আহমেদকে ২০ লক্ষ টাকায় কিনল আরসিবি৷আর টম কারেনকে ১ কোটিতে নিল রাজস্থান রয়্যালস৷
ডেল স্টেইনকে ২ কোটিতে কিনল বিরাট কোহলির আরসিবি৷ আর অ্যান্ড্রু টাইকে এক কোটিতে নিল রাজস্থান রয়্যালস৷
৪ কোটি ৮০ লক্ষ টাকায় মার্কাস স্টওনিসকে কিনল দিল্লি ক্যাপিটালস৷ দিল্লি ও রাজস্থান ফ্র্যাঞ্চাইজির দর কষাকষির লড়াইয়ে ১ কোটি থেকে প্রায় ৫ কোটিতে পৌঁছে গেলেন অজি অল-রাউন্ডার৷
ক্রিস জর্ডনকে কিনে নিল কিংস ইলেভেন পঞ্জাব৷ নূন্যতম ২ কোটিতেই জোস হ্যাজেলউডকে নিল চেন্নাই সুপার কিংস৷
অবিক্রিত থেকে গেলেন বাংলার মনোজ তিওয়ারি৷ বিক্রি হলেন না তিন বিদেশি ক্রিকেটার কলিন ইনগ্রাম, মার্টিন গাপ্তিল ও কার্লোস ব্রাথওয়েট৷