প্রাক্তন জামিয়ার ছাত্র হয়েও চুপ!

Dec 19, 2019 / 07:45pm
প্রাক্তন জামিয়ার ছাত্র হয়েও চুপ!

১৫ ডিসেম্বরে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর বর্ব’রোচিত আক্র’মণ নিয়ে বিশ্বজুড়ে নিন্দা’র ঝ’ড় বইলেও এখনও চুপ বলিউড অভিনেতা শাহরুখ খান।

এ বিষয়ে ক্ষোভ বা নিন্দা জ্ঞাপন তো দূরের কথা নিজের কোনো মতামতই এখনও দেননি কিং খান। কোনো টুইট বা স্ট্যাটাসও দেননি জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক এ শিক্ষার্থী।

শাহরুখের এই নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন ভারতের জনপ্রিয় রেডিও জকি রোশন আব্বাস।

কারণ শাহরুখ খান নিজেই জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র।

কিং খানের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় রোশন প্রশ্ন ছুড়েছেন– আপনিও তো জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কিছু তো বলুন– এখন চুপ কেন?

শুধু রেডিও জকি রোশন আব্বাসই নন, নিশ্চুপ শাহরুখের প্রতি একই প্রশ্নের তীর নিক্ষেপ করেছেন তার অনেক ভক্তও।

কারণ দিল্লির ওই ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটার ঘটনায় মুখ খুলেছেন শাবানা আজমির ছেলে ফারহান আখতার, স্বরা ভাস্কর, ভিকি কৌশল। এমনটি অভিনেত্রী আলিয়া ভাট, পরিণীতি চোপড়াও এ ঘটনায় দিল্লি পুলিশের নিন্দা জানিয়েছেন।

সেখানে জামিয়ার শিক্ষার্থী হয়ে শাহরুখের মুখে কুলুপ এঁটে থাকা মেনে নিতে পারছেন না অনেকে।