জাতীয় দলের খবর মাশরাফি জানেন না

গত ৫ জুলাই বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন মাশরাফি বিন মুর্তজা। মাঝে কেটে গেছে ১৫৯ দিন। এর মধ্যে ক্রিকেটের ২২ গজে দেখা যায়নি বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ককে। দীর্ঘ বিরতির পর অবশেষে বঙ্গবন্ধু বিপিএল দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন নড়াইল এক্সপ্রেস।
এর মধ্যে অবশ্য আর ওয়ানডে ম্যাচও খেলেনি বাংলাদেশ। বিশ্বকাপ শেষে শ্রীলঙ্কায় যাওয়ার আগমুহূর্তে ইনজুরিতে দল থেকে ছিটকে গেলে আর মাঠে ফেরা হয়নি মাশরাফির। এর পর থেকে নিজেকে আড়ালে নিয়ে যান তিনি। ক্রিকেট থেকে অনেকটাই দূরে সরে রাজনীতির মাঠে নিজেকে ব্যস্ত রাখেন ওয়ানডে অধিনায়ক।
বর্তমানে বাংলাদেশ জাতীয় দলে কী হচ্ছে বা চলছে, কিছুই জানেন না মাশরাফি। সম্প্রতি বিসিবির চাকরি ছেড়ে দেন পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্ট। কিন্তু নতুন কোচের আসা বা যাওয়া কিছুই জানেন না মাশরাফি। সাফ জানিয়ে দিলেন, ল্যাঙ্গাভেল্টের চাকরি ছাড়া নিয়ে কোনো মন্তব্য করতে চান না নড়াইল এক্সপ্রেস।
গতকাল বুধবার রাতে ঢাকা প্লাটুনের ম্যাচ শেষে মাশরাফি বলেন, ‘আসলে জাতীয় দল সম্পর্কে এ মুহূর্তে আমার কোনো ধারণা নেই। আমি জানি না, জাতীয় দলে এখন কী হচ্ছে বা কী চলছে। না জেনে মন্তব্য করতে পারি না। আর আমি পেস বোলিং কোচের সঙ্গে কাজও করিনি, তাই আমি বলতে পারছি না।’
চলতি বছর জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার চার্ল ল্যাঙ্গাভেল্টকে পেস বোলিং কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন বোলিং কোচের সঙ্গে চুক্তি আগামী বছরের অক্টোবরে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু এর আগেই বিসিবির চাকরি ছেড়ে দিলেন এই দক্ষিণ আফ্রিকান কোচ।
গতকাল আনুষ্ঠানিকভাবে বিসিবি জানায়, দক্ষিণ আফ্রিকার অনুরোধের কারণে ল্যাঙ্গাভেল্টকে ছেড়ে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমি নিশ্চিত করতে চাই যে আমরা (বিসিবি) দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের (সিএসএ) কাছ থেকে একটি আনুষ্ঠানিক অনুরোধপত্র পাই তাঁকে (ল্যাঙ্গাভেল্ট) ছেড়ে দেওয়ার জন্য। সিএসএর সঙ্গে আমাদের যে শক্তিশালী ক্রিকেটিং সম্পর্ক রয়েছে, আমরা সেটাকে মূল্যায়ন করতে চাই। একই সঙ্গে তিনি দক্ষিণ আফ্রিকার একজন আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন এবং নিজ দেশের বোলিং কোচ হিসেবেও কাজ করতে আগ্রহী। তাঁর এ বিষয়টাও বিবেচনায় এনেছি। এ কারণেই বিসিবি এ মুহূর্ত থেকে তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
এর আগে বুধবার এনটিভি অনলাইনকে আকরাম খান বলেন, ‘চাকরি ছাড়ার জন্য বিসিবির কাছে রিকোয়েস্ট করেছেন ল্যাঙ্গাভেল্ট। তিনি নিজ দেশে কাজ করার সুযোগ পেয়েছেন, সে কারণে ছাড়তে চাইছেন। দক্ষিণ আফ্রিকা তাদের টিমের জন্য তাঁকে চেয়েছে।’