বার্সা রয়ে গেল শীর্ষেই

Dec 19, 2019 / 12:39pm
বার্সা রয়ে গেল শীর্ষেই

ক্যাম্প ন্যু’তে জয় পায়নি কেউই। লা লিগায় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। দু’দলের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় টেবিলের শীর্ষস্থানেই আছে বার্সা।

ঘরের মাঠে ম্যাচের ৪ মিনিটেই এগিয়ে যেতে পারতো বার্সেলোনা। তবে মেসির বানানো বল থেকে গোল করতে পারেননি আলবা-সুয়ারেজরা। মাঝে কয়েক দফা আক্রমণ চালায় রিয়াল মাদ্রিদ। ১৭ মিনিটে ক্যাসেমিরোর হেড গোললাইন থেকে ফেরান পিকে।

দারুণ কিছু আক্রমণ চালিয়েও বার্সার গোলরক্ষক স্টেইগেনকে পরাস্ত করতে পারেননি বেনজেমা, ক্যাসেমিরো ও ভালভার্দেরা। ৩১ মিনিটে গোলবঞ্চিত হয় কাতালানরাও। মেসির শট ‘অন দ্য লাইন’ থেকে ফেরান র‌্যামোস। ৪১ মিনিটে আবারও মেসির ক্রস থেকে গোল মিস করেন আলবা।

দ্বিতীয়ার্ধেও গোলের খোঁজে মরিয়া ছিল দু’দল। ৬০ মিনিটে সহজ সুযোগ হাতছাড়া করেন মেসি। ৭২ মিনিটে অফসাইডের কারণে বাতিল হয় বেলের গোল। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দু’দল।