মুক্তিযোদ্ধাদের নাম রাজা’কারের তালিকায় থাকাটা রহস্যজনকঃ প্রধানমন্ত্রী

Dec 18, 2019 / 07:45pm
মুক্তিযোদ্ধাদের নাম রাজা’কারের তালিকায় থাকাটা রহস্যজনকঃ প্রধানমন্ত্রী

রাজা’কারের তালিকায় কীভাবে মুক্তিযো’দ্ধাদের নাম গেল তা রহস্যজনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভার সূচনা বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা বলেন, তালিকা নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। এটা খুব খা’রাপ কাজ হয়েছে।

মুক্তিযু’দ্ধবিষয়ক মন্ত্রণালয় যে তালিকা প্রকাশ করেছে তা রাজা’কার, আ’লব’দর, আলশা’মসের তালিকা নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার সচিবালয়ে নিজের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি হচ্ছে ১৯৭২ থেকে ১৯৭৩ সালের দালাল আইনে যাদের নামে মামলা হয়েছে তাদের নামের তালিকা। অনেকে শ’ত্রু’তা বসতও অনেকের বিরুদ্ধে মামলা করেছিল। সেই নামগুলোও এই তালিকায় আছে।

এর মধ্যে ৯৯৬ জনকে বিভিন্ন অভিযোগ থেকে খালাসও দেওয়া হয়। আমরা খালাসপ্রাপ্তদের নামের ওই তালিকাটিও নোট হিসেবে যুক্ত করে মুক্তিযু’দ্ধবিষয়ক মন্ত্রণালয়কে পাঠিয়েছিলাম।’

এমন একটি ঘটনায় ম’র্মা’হত হয়েছেন বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘আমি অবশ্যই মা’নসিকভাবে আ’হ’ত হয়েছি। এ ধরনের ভুল কতখানি সহনীয় তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি করা হবে।’

জানা গেছে, রা’জা’কারদের তালিকা করার জন্য মুক্তিযু’দ্ধবিষয়ক মন্ত্রণালয়কে ৬০ কোটি টাকা দেওয়া হয়েছিল। এই টাকা কোথায় খরচ হয়েছে সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাওয়া হলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

১৫ ডিসেম্বর মুক্তিযু’দ্ধ’বিষয়ক মন্ত্রণালয় ১০ হাজার ৭৮৯ জন রা’জা’কারের তালিকা প্রকাশ করে। সেই তালিকায় মুক্তিযো’দ্ধাদের নাম চলে আসে। এতে আলোচনা ও সমা’লো’চনা শুরু হয়। সবশেষ বি’ত’র্কিত এই তালিকা স্থ’গি’ত করে মুক্তিযু’দ্ধ’বিষয়ক মন্ত্রণালয়।