বিপিএলে ব্যাটিং তা’ণ্ড’ব চালালো সিমন্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ওয়েস্ট ইন্ডিজের তারকা ওপেনার লেন্ডল সিমন্সের ব্যাটিং তা’ণ্ড’ব।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে আসা ক্যারিবীয় এ তারকা ওপেনার বিপিএলের চলতি সপ্তম আসরের শুরু থেকেই তা’ণ্ড’ব চালিয়ে যাচ্ছেন। আগের দুই ম্যাচে ২৬ ও ৪৪ রান করা সিমন্স তৃতীয় ম্যাচে ইতিমধ্যে ফিফটি তুলে নিয়েছে।