রা’জা’কারের তালিকায় সাকা চৌধুরীর নাম নেই

Dec 18, 2019 / 06:50pm
রা’জা’কারের তালিকায় সাকা চৌধুরীর নাম নেই

একাত্তরে পাক হা’না’দার বাহিনীকে সহায়তাকারী রাজাকার, আল’বদর ও আল শাম’সের তালিকা প্রকাশ করেছে মুক্তি’যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ১৫ ডিসেম্বর মুক্তিযু’দ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রথম দফায় ১০ হাজার ৭৮৯ জন রা’জাকারের নাম প্রকাশ করে। এই তালিকায় বহু মুক্তিযো’দ্ধার নামও যুক্ত করা হয়েছে। তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর নামসহ একাত্তরে রণাঙ্গনে যু’দ্ধে অংশ নেয়া ব্যক্তিদের।

রা’জাকারের এই তালিকায় মুক্তিযো’দ্ধাদের নাম রাখার পাশাপাশি বাদ দেয়া হয়েছে চিহ্নিত যুদ্ধাপরাধী ও রা’জাকারদের নাম। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে প্রসিকিউশনে মৃত্যুদণ্ডে দ’ণ্ডি’ত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর নাম নেই এই তালিকায়। অথচ যু’দ্ধাপ’রাধ প্রমাণ হওয়ায় বিএনপির তৎকালীন স্থায়ী কমিটির এই সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর হয় ২০১৫ সালের নভেম্বরে। তার বি’রুদ্ধে ১৯৭১ সালে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গণহ’ত্যা ও মানবতাবি’রোধী অ’পরাধের অ’ভিযোগ প্রমাণিত হয়। কিন্তু সরকারের প্রকাশিত রা’জাকারের তালিকায় তার নাম নেই।

একইভাবে নোয়াখালীর ২৫ রা’জাকারের যে তালিকা প্রকাশ হয়েছে, তাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃ’ত্যু’দ’ণ্ডাদেশ পাওয়া রা’জাকার আমির আলীর নামও ওঠেনি।

সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম রাজাকারের তালিকা থেকে বাদ পড়লে এই তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে তার চাচা ফজলে কবির চৌধুরীর নাম। ‍যিনি মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। এ নিয়ে চট্টগ্রামবাসীর মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।