পাহাড় সমান রান করেও কুমিল্লার কাছে হারল রংপুর

একটি জয়ের খোঁজে চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লার মুখোমুখি হয় রংপুর। প্রথমে টস জিতে আগে ব্যাটিং করার সিন্ধান্ত নেয় রংপুরের ক্যাপ্টেন মোহাম্মদ নবী।
এই দিন ব্যাটিংয়ের শুরুতেই তাণ্ডব চালাতে থাকেন রংপুরের ওপেনার মোহাম্মদ শেহজাদ। ঝড়ো ব্যাটিং করে ২৭ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৬১ রানের দু’র্দা’ন্ত এক ইনিংস খেলেন শেহজাদ।
তাঁর এই রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান করে রংপুর।
১৮২ রানের লক্ষে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই হাল ধরনে কুমিল্লার ব্যাটসম্যানরা। ভানুকা , সৌম্য , সাব্বির ও মালানের ব্যাটিংয়ে শেষ ওভারে ৬ উইকেটের জয় তুলে নেয় কুমিল্লা।চলতি বিপিএলে এটি তাদের দ্বিতীয় জয়। অন্যদিকে তিন ম্যাচ খেলে এখনো জয়ের দেখা পায়নি রংপুর রেঞ্জার্স।