সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান, মানবপাচার বন্ধ করুন : বিজিবিকে প্রধানমন্ত্রী

Dec 18, 2019 / 01:48pm
সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান, মানবপাচার বন্ধ করুন : বিজিবিকে প্রধানমন্ত্রী

সীমান্তে যথাযথভাবে দায়িত্ব পালনের মাধ্যমে অনুপ্রবেশ, মা’দক ও অন্যান্য দ্রব্যের চোরাচালান ও মানবপাচার বন্ধে আজ বুধবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘দেশে যেকোনো ধরনের চোরাচালান বন্ধ করা, মা’দক পাচার—শিশু ও নারী পাচার থেকে শুরু করে অনুপ্রবেশ—সেগুলো বন্ধ করা বিজিবির একান্ত দায়িত্ব। আমরা চাই আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন,’ বলেন প্রধানমন্ত্রী। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।

বিজিবি দিবস-২০১৯ উদযাপন অনুষ্ঠানে রাজধানীতে বিজিবির সদর দপ্তরে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বিজিবির সদস্যদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অনুসরণ এবং শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের চলমান অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রাখতে নিয়মনীতি অনুসরণ এবং দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে আপনার ওপর প্রদত্ত দায়িত্ব পালন করুন।’

বিজিবির সদস্যদের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, সীমান্ত রক্ষা, এমনকি সাম্প্রতিক রোহিঙ্গা সংকটের পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগেও বিজিবি মানুষের পাশে দাঁড়ায়।