ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যাবে ২ নম্বর পেলেই

২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে চান্স মিলবে ২ নম্বর পেলেই। মুক্তিযোদ্ধা, উপজাতি, ক্ষুদ্রনৃগোষ্ঠী ও পোষ্য কোটায় ভর্তির ক্ষেত্রে লিখিত ২০ এর মধ্যে ২ পেলেই ভর্তি হতে পারবে।
এমসিকিউ ৬০ ও লিখিত ২০ মিলিয়ে মোট ৮০ এর মধ্যে ২০ নম্বর পাওয়ার নতুন শর্ত করা হয়েছে। এছাড়া বিভাগীয় শর্তও তুলে নেয়া হয়েছে।
রেজিস্ট্রার সূত্রে জানা যায়, কোটায় ভর্তির জন্য ৭ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে ও ১৫ জানুয়ারির মধ্যে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে। কোটায় শর্ত শিথিলের বিষয়টি নতুন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) নতুন করে আবেদনের তারিখ ও ভর্তির সময়কাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। পূর্বে কোটায় ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটায় ৩২ ও পোষ্য কোটায় ২৬ নম্বর নির্ধারিত ছিল। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস.এম আব্দুল লতিফ ।
উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.iu.ac.bd) তে পাওয়া যাবে।