সিলেট থান্ডার্স পরাজয়ের বৃত্তেই আটকে রইল

Dec 17, 2019 / 10:44pm
সিলেট থান্ডার্স পরাজয়ের বৃত্তেই আটকে রইল

বিপিএল ঢাকা পর্বে তিন ম্যাচে টানা হেরে চট্টগ্রামের সাগরিকায় যায় সিলেট থান্ডার্স। চট্টগ্রামে ফিরেও জয়ের দেখা পায়নি সিলেট। নিজেদের চতুর্থ ম্যাচে ৪ উইকেটে হেরে যায় মোসাদ্দেক হোসেনের নেতৃত্বাধীন দলটি।

মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে মেহেদী হাসান রানার গতির মুখে পড়ে ৮ উইকেটে ১২৯ রানে গুঁটিয়ে যায় সিলেট। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন আন্দ্রে ফ্লেচার। এ ছাড়া ৩০ রান করেন মোসাদ্দেক। চট্টগ্রামের হয়ে ২৩ রানে ৪ উইকেট শিকার করেন রানা।

টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় স্বাগতিক চট্টগ্রাম। নিয়মিত বিরতিতে উইকেট পড়ে গেলেও দায়িত্বশীল ব্যাটিং করেন ক্যারিবীয় ওপেনার লেন্ডল সিমন্স। ৩৭ বলে ৪৪ রান করে ফেরেন এ ওপেনার।

ইনিংসের শেষ দিকে নূরুল হাসান সোহান ও কেসরিক উইলিয়ামসনের ব্যাটে ভর করে ১২ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় নিশ্চিত করে চট্টগ্রাম। দলের হয়ে ২৪ বলে তিন ছক্কা ও দুই চারের সাহায্যে অপরাজিত ৩৭ রান করেন সোহান। ১৭ বলে ১৮ রান করেন কেসরিক।