ডি ভিলিয়ার্স দলে ফিরুক সেটা আমিও চাই : ডু প্লেসিস

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান এবিডি ভিলিয়াসর্কে দলে ফেরাতে চান দলটির নতুন নিয়োগপ্রাপ্ত কোচ মার্ক বাউচার। দলটির বর্তমান অধিনায়ক ফাফ ডু প্লেসিস বলেছেন, এবি ডি ভিলিয়ার্সকে জাতীয় দলে দেখতে চায় মানুষ। আমিও চাই।
দক্ষিণ আফ্রিকার কোচের দায়িত্ব নিয়েই অবসর ভেঙে এবি ডি ভিলিয়ার্সকে জাতীয় দলে ফেরানোর উদ্যোগ নিয়েছেন মার্ক বাউচার। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে এবিকে দলে চান ফাফ ডু প্লেসিও।
প্রোটিয়া অধিনায়ক ডু প্লেসিস বলেন, এবিকে জাতীয় দলে দেখতে চায় মানুষ। আমিও চাই। টি-টোয়েন্টি বিশ্বকাপ খুব বেশি দূরে নেই। দুই-তিন মাস আগেই এ নিয়ে একবার আলোচনা হয়েছে। আমাদের পরবর্তী টি-টোয়েন্টি সিরিজের আগে আরও সুনির্দিষ্ট আলোচনা হবে। এবিকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েগেছে।
দক্ষিণ আফ্রিকার কোচের দায়িত্ব নেয়ার পর ৪৩ বছর বয়সী সাবেক তারকা ক্রিকেটার মার্ক বাউচার ভিলিয়ার্সকে দলে ফেরানো প্রসঙ্গে বলেন, একজন কোচ হিসেবে অবশ্যই চাইব সেরা তারকারা দলে থাকুক।
বিশ্বের অন্যান্য দেশে খেলার অভিজ্ঞতাসম্পন্ন তারকাদের নিয়েই কিন্তু দক্ষিণ আফ্রিকা রাগবিতে চ্যাম্পিয়ন হয়েছে। ক্রিকেট দলের গভীরতা বৃদ্ধিতে এই সুযোগটা আমি নিতে চাই। এতে দলের সবাই নিজের অবস্থানের ব্যাপারে আরও সচেতন হবে এবং শিখতে পারবে।
এবিডি ভিলিয়ার্স আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দেড় বছরেরও বেশি সময় আগে। তাকে ছাড়াই সবশেষ ইংল্যান্ড বিশ্বকাপে অংশ নিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ফাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা।
সেই সময়ে দলের বাজে পারফরম্যান্সের কারণে দর্শকরা ভিলিয়ার্সকে দলে ফেরানোর জোর দাবি তুলে ছিলেন। কিন্তু জাতীয় দলের ক্রিকেটাররা চাননি ভিলিয়ার্স দলে ফিরুক।
তবে এবার দক্ষিণ আফ্রিকান কোচ নিজেই চাচ্ছেন আগামী বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভিলিয়ার্সকে দলে ফেরাতে।