বিজয় শোভাযাত্রা করছে বিএনপি

Dec 17, 2019 / 03:01pm
বিজয় শোভাযাত্রা করছে বিএনপি

মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রা করছে বিএনপি। রাজধানীর নয়াপল্টন থেকে মালিবাগ মোড় পর্যন্ত মঙ্গলবার এই শোভাযাত্রার কর্মসূচি দিয়েছে বিএনপি।

দুপুর ২টায় এই শোভাযাত্রা উদ্বোধন করার কথা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

এ বিষয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, শোভাযাত্রাটি নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর হয়ে মালিবাগে গিয়ে শেষ হবে। বিজয় শোভাযাত্রা করতে পুলিশের কাছ থেকে অনুমতি নেয়া হয়েছে।

মূলত বিপুল সংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণে এই শোভাযাত্রার মধ্য দিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিটি আরও জোরদার করতে চাইছে বিএনপি।