অবতরণ করতে গিয়ে ব্যস্ত রাস্তায় ভেঙে পড়ল বিমান

Dec 17, 2019 / 12:13pm
অবতরণ করতে গিয়ে ব্যস্ত রাস্তায় ভেঙে পড়ল বিমান

অবতরণ করতে গিয়ে ব্যস্ত রাস্তায় ভেঙে পড়েছে একটি বিমান। সম্প্রতি বিমান ভাঙার ভিডিওতে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে আমেরিকাতে।

জানা গেছে, আমেরিকার ডির ভ্যালি বিমানবন্দর থেকে গত বুধবার উড়ছিল বিমানটি। আপৎকালীন পরিস্থিতি তৈরি হওয়ায় তাৎক্ষণিক ভাবে ল্যান্ড করতে গিয়ে বিমানবন্দরের কাছেই ব্যস্ত রাস্তাতেই ভেঙে পড়ে বিমানটি।

এ ঘটনার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। সেখানে দেখা যায়, ব্যস্ত রাস্তায় চলছে গাড়ি। অনেক গাড়ি পার্কিংও করা রয়েছে রাস্তার পাশে। সেখানে একটি বিমান আকাশ থেকে নামতে নামতে মুখ থুবড়ে পড়ল রাস্তার উপর।

বিমান ভেঙে পড়ার ঘটনায় ওই রাস্তায় দাঁড়িয়ে থাকা অনেক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফিনিক্স দমকল দফতর ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছে, ঘটনার সময় ওই বিমানে দু’জন ছিলেন। দুর্ঘটনার পর তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।