আলবদর-আলশামসের তালিকা প্রকাশ করতে বললেন কামরুল

Dec 16, 2019 / 07:29pm
আলবদর-আলশামসের তালিকা প্রকাশ করতে বললেন কামরুল

রাজাকারের তালিকা প্রকাশের পর আলবদর ও আলশামসের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন সরকার দলীয় সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

সোমবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান।

অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘রাজাকারের তালিকা প্রকাশ হয়েছে। ভালো কথা। এই তালিকায় আমরা বেশি একটা সন্তুষ্ট নই। আমরা চাই আলবদর আলশামসের তালিকাও প্রকাশ করা হোক। আমরা বিশ্বাস করি সে তালিকাও প্রকাশ করা হবে। এতে করে বুদ্ধিজীবীদের যারা হত্যা করেছে, যারা পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছে নতুন প্রজন্ম তাদের সম্পর্কে জানতে পারবে। শত্রু মিত্র সনাক্ত করতে পারবে।’

কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান আলী, সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল ও সানজিদা পারভীন, উপজেলা প্রকৌশলী শাহজাহান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।