আপনার পাসওয়ার্ড চুরি হলেই জানিয়ে দেবে ক্রোম ব্রাউজার

Dec 16, 2019 / 05:52pm
আপনার পাসওয়ার্ড চুরি হলেই জানিয়ে দেবে ক্রোম ব্রাউজার

ব্যবহারকারীদের ব্যবহৃত পাসওয়ার্ড হ্যাক বা চুরি হয়েছে কি না জানাবে ক্রোম ব্রাউজার। এমনকি পাসওয়ার্ড দিয়ে কোনো সাইটে ঢুঁ মারা হলেও সতর্ক করবে। এ জন্য আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন একটি ফিচার যুক্ত করা হবে।

ব্যবহারকারীদের গতানুগতিক অনলাইন কার্যক্রম পর্যালোচনা করে অন্য কোনো কোনো ব্যক্তি বিভিন্ন সাইটে পাসওয়ার্ডটি ব্যবহার করছে কি না, শনাক্ত করবে ফিচারটি।

শুধু তা-ই নয়, পাসওয়ার্ড চুরি বা হ্যাক হলেই ‘পপ আপ’ বার্তা দিয়ে ব্যবহারকারীদের সতর্কও করবে। ফলে ব্যবহারকারীরা সহজেই বিভিন্ন সাইটে তাদের দেওয়া পাসওয়ার্ড নিরাপদ আছে কি না, জানতে পারবে।

উল্লেখ্য, বর্তমানে অনিরাপদ ওয়েবসাইট সম্পর্কে সতর্ক করার পাশাপাশি বিভিন্ন ওয়েবসাইট লোড হতে দেরি করে কি না, যাচাই করে থাকে ক্রোম ব্রাউজার।