বড় ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারল ভারত

Dec 16, 2019 / 02:53pm
বড় ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারল ভারত

সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে স্বাগতিক ভারতকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

চেন্নাইয়ে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় উইন্ডিজ। দলীয় ২১ রানে লোকেশ রাহুলকে ফেরান জোসেফ। থিতু হওয়ার আগেই কটরেলের শিকার হোন কোহলি। ব্যক্তিগত ৩৬ রানে রোহিত শর্মা ফিরলে দলীয় ৮০ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে যায় ভারত।

হাল ধরেন শ্রেয়াশ আইয়ার-রিশভ প্যান্টরা। ব্যক্তিগত ৭০ রানে আইয়ারকে ফেরান জোসেফ। সঙ্গে প্যান্টের ৭১ আর যাদভের ৪০ রানের ইনিংসে ভর করে ২৮৭ রানের মাঝারি পুঁজি পায় টিম ইন্ডিয়া।

জবাব দিতে নেমে হোপ আর হেটমায়ারের জোড়া সেঞ্চুরিতে ৮ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।