রণবীর সিং চাইছেন সন্তান, কিন্ত নিশ্চুপ দীপিকা

Dec 15, 2019 / 10:16pm
রণবীর সিং চাইছেন সন্তান, কিন্ত নিশ্চুপ দীপিকা

রণবীর সিং আর দীপিকা পাড়ুকোন বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন গত বছর। এক বছর ধরে সুখের সংসার করছেন তারা। এবার এই সংসারে সন্তান চাইছেন রনবীর।

সম্প্রতি ভারতীয় একটি টিভি চ্যানেলে এসে নিজের সংসারের খোলামেলা কথা বলেন রণবীর সিং। অনুষ্ঠানে রণবীর তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলতে গিয়ে বলেন, ‘এখন আমার সংসারে নিজের সন্তান চাই। নিজের সন্তানের পৃথিবীতে আসার অপেক্ষায় রয়েছেন। ভবিষ্যতে সন্তানদের সঙ্গে অনেক সময় কাটাতে চান।’

তিনি আরও বলেন, ভবিষ্যতে ছবি পরিচালনায় আসার ইচ্ছা আছে। এছাড়া ডিজে হয়ে সমুদ্র সৈকতে অনেকটা সময় কাটাতে চাই।

স্বামীর এমন ইচ্ছার কথা জেনেও এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি দীপিকা।