আরও এক নারীর ফার্মগেটে বাস চাপায় মৃত্যু

Dec 15, 2019 / 06:50pm
আরও এক নারীর ফার্মগেটে বাস চাপায় মৃত্যু

রাজধানীর ফার্মগেট এলাকায় বাস চাপায় এক নারী নিহত হয়েছেন। আজ রবিবার বিকেল পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই নারীর পরিচয় এখনো জানা যায়নি।

এ ঘটনায় ওই বাসটি জব্দ করে বাসচালককে আটক করেছে তেজগাঁও থানা পুলিশ।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম-উর-রশিদ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, আজ বিকেল পৌনে ৩টার দিকে দ্রুত গতিতে আসা বাসটি ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। এ সময় বাসের হেলপার পালিয়ে গেলেও বাসের চালককে আটক করা হয়।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, নিহতের এখনো বিস্তারিত পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় জানারও চেষ্টা চলছে।

এর আগে গত ৩০ মে সকালে ফার্মগেট গোলচত্বরে স্বাধীন পরিবহনের একটি বাসের চাপায় তানজিনা নামের এক ছাত্রী নিহত হয়েছিলেন।