নেপালে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ১৪

মর্মান্তিক বাস দুর্ঘটনায় নেপালে মৃত্যু হলো ১৪ জনের। রোববার সকালে দুর্ঘটনাটি ঘটেছে নেপালের সিন্ধুপালচক জেলার ডোলাখা খড়িচৌর–জিরি সড়কে।
বাসটি কালিনচক মন্দির থেকে তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিল। দুর্ঘটনার সময় বাসে ছিলেন ৪০ জন তীর্থযাত্রী।
সিন্ধুপালচক জেলা পুলিশের মুখপাত্র গণেশ খানাল জানান, ‘৩২ জন যাত্রী নিয়ে কালিনচক থেকে কাঠমান্ডু যাওয়ার পথে সানকশি নামক এলাকায় বাসটি সড়ক থেকে কয়েকশ’ মিটার নিচে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।
এতে ১২ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং অন্য দু’জন হাসপাতালে নেওয়ার পর মারা যান।’
আহতদের নিকটকর্তী স্থানীয় হাসপাতাল ও কাঠমান্ডুতে চিকিৎসার জন্য নেওয়া হয়। সড়ক দুর্ঘটনায় কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।