মোদীর এ কী দশা

ভারতের উত্তরপ্রদেশের কানপুরে গঙ্গার ঘাট থেকে নৌবিহার নদী ঘুরে দেখতে গিয়ে পা পিছলে পড়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘাটের সিঁড়ি বেয়ে ওঠার সময় পা পিছলে পড়লেও বড় কোনও আঘাত পাননি তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, গতকাল শনিবার গঙ্গার ঘাট থেকে নৌবিহার নদী ঘুরে দেখতে সিঁড়ি দিয়ে উঠছিলেন মোদী।
হুমড়ি খেয়ে পড়ে যাওয়ার সময় হাতে ভর করে নিজেই নিজেকে সামলে নিচ্ছেন। এসময় তার নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজির সদস্যরা ছুঠে এসে মোদীকে সামাল দেন।
মোদীর এমন হোঁচট খাওয়া নিয়ে প্রাজ্ঞন সরকার নামে একজন সামাজিক মাধ্যমে বক্রোক্তি করে লিখেছেন- ‘তব মুকুট পড়িল পদতলে, হায় এক কী দশা!’
ভারতে নাগরিকত্ব সংশোধন বিল পাস হওয়া নিয়ে মোদী সরকারের যে একগুয়ে সিদ্ধান্ত সেটাকে দেশটিতে বিজেপির পতনের কারণ ভাবতে শুরু করেছেন সাধারণ জনগণ।