অন্যরকম সেঞ্চুরি করলেন মাহমুদউল্লাহ

Dec 14, 2019 / 09:40pm
অন্যরকম সেঞ্চুরি করলেন মাহমুদউল্লাহ

ভারত সফর থেকেই চোট নিয়ে দেশে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেই চোটের কারণেই চলমান বিপিএলের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এ অধিনায়ক। শনিবার মাঠে ফিরেই মাইলফলক স্পর্শ করেছেন রিয়াদ।

বঙ্গবন্ধু বিপিএলের সপ্তম ম্যাচে চট্টগ্রামের ষষ্ঠ বোলার হিসেবে আক্রমণে এসেই রংপুরের জহিরুল ইসলাম অমিকে আউট করার মধ্য দিয়ে ঘরোয়া ক্রিকেটে একশ’ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন রিয়াদ।

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে নিজের খেলা ২০৪তম ম্যাচে বল হাতে এই কীর্তি গড়েন তিনি। আন্তর্জাতিক ৮৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩১ উইকেট শিকার করেন মাহমুদউল্লাহ। তার এই কীর্তির দিনে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ছয় উইকেটের জয় পায়।

শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করে মোহাম্মদ নাঈমের শনিবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় রংপুর রেঞ্জার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই ম্যাচে আগে ব্যাট করে মোহাম্মদ নাইমের ব্যাটিং তাণ্ডবে ৮ উইকেটে ১৫৭ রান করে রংপুর। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ বলে ৭৮ রান করেন নাইম।

জবাবে চাঁদউইক ওয়ালটনের ফিফটি ও ইমরুল কায়েসের ৩৩ বলে গড়া ৪৪ রানে ভর করে ১০ বল হাতে রেখে ৬ উইকেটে জয় পায় চট্টগ্রাম।