৪০ ক্লাব পেছনে ছুটছে ১৯ বছর বয়সী এই ফুটবলারের

মাত্র ১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। শুধু জনপ্রিয় নয়, তাকে দলে নেওয়ার জন্য রীতিমতো লড়াই চলছে ৪০টি ক্লাবের মধ্যে।
এই বছরই প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ খেলতে এসে সবার নজর কেড়েছেন সালজবুর্গের তারকা স্ট্রাইকার আর্লিং ব্রট হরলান্ড। গ্রুপ পর্বের প্রথম পাঁচ ম্যাচে আটটি গোল করেছেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেড, বরুশিয়া ডর্টমুন্ড, চেলসি, বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, ম্যানর সিটি, জুভেন্টাস, অ্যাটলেটিকো মাদ্রিদ, লিভারপুলের মতো ক্লাবগুলি নাকি এবার তাকে দলে নেওয়ার জন্য ছুটছে।
লিভারপুলের বিরুদ্ধে একটি ম্যাচ খেলতে নেমেছিলেন এই ১৯ বছরের তারকা। আর সেদিন নাকি মাঠে ৪০টি ক্লাবের স্কাউট উপস্থিত ছিলেন। বলাবাহুল্য সবার নজরই ছিল তার উপর। ওই ম্যাচে অবশ্য হরল্যান্ড গোল করতে পারেননি।
ছয় ফুট চার ইঞ্চি লম্বা এই স্ট্রাইকার শারীরিক ক্ষমতা, স্কিল ও বল দখলের টেকনিক দেখার মতো। ডি-বক্সের মধ্যে বল পেয়ে গেলে ৯০ শতাংশ ক্ষেত্রে তিনি গোল করে দিতে পারেন। গোল যেমন করেন, তেমন গোল করানোর দক্ষতাও রয়েছে তার।