ব্রিটেনে হ্যাটট্রিক করলেন টিউলিপ সিদ্দিক

Dec 13, 2019 / 11:26am
ব্রিটেনে হ্যাটট্রিক করলেন টিউলিপ সিদ্দিক

ব্রিটেনের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক তৃতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) এই ফলাফল পাওয়া যায়। যুক্তরাজ্য সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর)।

এর আগে, পরপর দুইবার এমপি হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। লন্ডনের হ্যামপস্টেড ও কিলবার্ন আসন থেকে এবার তৃতীয়বারের মতো প্রার্থী হয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানার দ্বিতীয় সন্তান টিউলিপ।

নির্বাচিত হওয়ার পর টিউলিপ বলেন, ‘এটা খুবই আনন্দের বিষয় যে আমি আবারও নির্বাচিত হয়েছি সংসদ সদস্য হিসেবে। এখানে যারা দাঁড়িয়ে আছেন তারা অনেকেই ভাবছেন যে, ৫ বছরের মধ্যে ৩টি নির্বাচনে জিতেছি আমি, কিন্তু এটাই জাতির রাজনীতি। তাই আমাকে যারা আবার নির্বাচিত করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।’

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৯ জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। যাদের ৭ জনই ছিলেন নারী। বিরোধী লেবার পার্টি থেকে লড়ছেন সর্বোচ্চ ৭ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। লিবারেল ডেমোক্র্যাট ও কনজারভেটিভ পার্টি থেকে লড়েছেন একজন করে।