যে কারনে মিডিয়া থেকে দূরে ছিলেন মাশরাফি, জানালেন নিজেই

ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে খুনসুটি এবং আড্ডায় মেতে ওঠা মাশরাফি বিন মুর্তজার নিত্যদিনের বিষয়। শেরেবাংলায় মাশরাফির আসা মানেই সাংবাদিকদের সঙ্গে নির্মল আড্ডা।
মিরপুর সিটি ক্লাবের পাশে বাসা হওয়ায় প্র্যাকটিস, ফিটনেস ট্রেনিং করা ছাড়াও কখনো কখনো এমনিতেই মাশরাফি চলে আসেন শেরেবাংলা স্টেডিয়ামে।
কিন্তু ইংল্যান্ড বিশ্বকাপ শেষ হওয়ার পাঁচ মাস কেটে গেলেও (বিপিএল শুরুর আগে) মিরপুর শেরেবাংলা মাশরাফির যাতায়াত তেমন ছিল না। হঠাৎই ক্রীড়া সাংবাদিকদের আড়ালে চলে যান দেশের অন্যতম সফল এ অধিনায়ক।
মিডিয়ার কাছের মানুষ মাশরাফি কী কারণে মিডিয়া থেকে দূরে? বৃহস্পতিবার ঢাকা প্লাটুনের প্রথম ম্যাচের পর সংবাদ সম্মেলনে উঠলো এ প্রশ্ন।
এমন এক প্রশ্নের জবাবে মাশরাফির বলেন, মিডিয়ার সঙ্গে ভালো সম্পর্ক থাকা তো সবসময়ই ভালো। আপনারা আপনাদের পেশাগত কাজ করবেন, আমিও আমার খেলা খেলব। আপনাদের সঙ্গে আমার মনে হয় সব খেলোয়াড়দেরই ভালো সম্পর্ক।
বাংলাদেশ ওয়ানডে দলের এ অধিনায়ক আরও বলেন, পেশাগত দিক থেকে যখন প্রয়োজন পড়বে আপনাদের সামনে আসতেই হবে। বিশ্বকাপের পর আমি কোনো ধরনের ক্রিকেটে ছিলাম না যে আপনাদের সামনে এসে কথা বলব।