উত্তাল ভারত, পরিস্থিতি সামলাতে সেনা মোতায়েন

Dec 12, 2019 / 11:28am
উত্তাল ভারত, পরিস্থিতি সামলাতে সেনা মোতায়েন

এবার নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে ক্ষোভের আগুনে জ্বলছে ভারতের অসাম ও ত্রিপুরা রাজ্যে। সংসদে যখন এই বিল পাশ করাতে তৎপর শাসক বিজেপি তথা এনডিএ তখন বিজেপি শাসিত দুই রাজ্যেই একাধিক বাস ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ত্রিপুরায় গুলি চালিয়েছে পুলিশ। গুয়াহাটিতে জারি হয়েছে কার্ফু। বহু জায়গায় বন্ধ করে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। দুই রাজ্যেই মোতায়েন করা হয়েছে সেনা।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে বলা হয়েছে, সেনা মোতায়েন করা হয়েছে ত্রিপুরার কাঞ্চনপুর ও মনু এলাকায়। অসমের বঙ্গাইগাঁও ও ডিব্রুগড়েও সেনা মোতায়েন করা হয়েছে। সেনা জওয়ানরা পুলিশের সঙ্গে সমন্বয় সাধন করে কাজ করবেন। পাশাপাশি উত্তেজনাপ্রবণ ও স্পর্শকাতর এলাকায় এলাকা দখলে রাখতে রুট মার্চ করবে সেনারা।

এদিকে উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরে বনধ সমর্থকদের হঠাতে পুলিশকে শূন্যে ১০ রাউন্ড গুলি ছুড়তে হয়েছে। কাঞ্চনপুরের আনন্দবাজার এলাকায় আতঙ্কিত বাসিন্দারা বাড়ি ফিরতে না পেরে থানায় এসে আশ্রয় নিযেছেন। স্থানীয় স্কুলে আশ্রয় নিয়েছে অনেক পরিবার।