সন্তানকে মাঠেই স্তন্যপান করালেন খেলোয়াড়

একজন খেলোয়াড় খবরের শিরোনাম হবেন সেটাই স্বাভাবিক। ভালো খেলে হোক অথবা খারাপ খেলে হোক দুটোতেই খবরের শিরোনাম হয়ে ওঠা যায়। কিন্তু মিজোরামের এক নারী খেলোয়াড় সম্প্রতি খেলার সময় মাঠে সন্তানকে স্তন্যপান করিয়ে খবরের শিরোনাম হলেন।
সন্তান জন্ম দিলে মা হিসেবে কিছু দায়িত্ব তো থেকেই যায়। আর পেশার সঙ্গে পারফেক্ট ব্যালেন্স করে যিনি মায়ের ভূমিকা পালন করতে সফল, তিনিই হয়ে ওঠেন একজন আদর্শ নারী। কথায় বলে, যে রাঁধে সে চুলও বাঁধে। আর এ কথায় আরেকবার মনে করিয়ে দিলেন যেনো মিজোরামের এ নারী ভলিবল খেলোয়াড়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, মিজোরামের নারী ভলিবল খেলোয়াড় লালভেন্টলুয়াঙ্গি খেলার বিরতিতে মাঠে একটি চেয়ারে বসে সন্তানকে স্তন্যপান করাচ্ছেন। ফেসবুকে নিনগ্লুন হাঙ্ঘাল ছবিটি পোস্ট করেন। লিখে দেন, ছবির সোর্স লিন্ডা ছাকছুয়াক। ছবিটি পোস্ট হওয়ার পর থেকেই খেলোয়াড়কে প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা।
টুইকাম ভলিবল দলের হয়ে লেখেন ওই নারী। সাত মাসের সন্তানকে সঙ্গে নিয়েই দলের প্রশিক্ষণ ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি। তবে খেলার ফাঁকে সন্তানের দেখভালে কোনও ত্রুটি রাখেননি।
বিমানবন্দর কিংবা শপিং মলে স্তন্যদান নিয়ে নানা বিতর্ক এর আগে শোনা গেছে। প্রকাশ্যে স্তন্যপান করানোয় নারীদেরই কাঠগড়ায় তোলা হয়েছে বারবার। কিন্তু ভলিবল খেলোয়াড়ের ছবি সর্বত্র প্রশংসিতই হচ্ছে। তার সাহসিকতা, দায়িত্ববোধ ও আত্মত্যাগকে বাহবা জানাচ্ছে নেটদুনিয়া। অনেকে বলছেন, মায়েরা এমনই হন।
ছবিটি পোস্ট করে হাঙ্ঘাল নামের একজন লিখেছেন, ‘খেলার ফাঁকে সাত মাসের শিশুকে স্তন্যপান করাচ্ছেন মা। ছবিটিকে মিজোরাম রাজ্য গেমস ২০১৯-এর ম্যাসকট করা হোক।’
ইতোমধ্যেই মিজোরামের ক্রীড়ামন্ত্রী রবার্ট রোমায়িয়ার চোখেও পড়েছে ছবিটি। তিনি লালভেন্টলুয়াঙ্গির প্রশংসা করে বলেন, প্রশংসা স্বরূপ ওকে ১০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সত্যিই খেলার মাঠে মাতৃত্বের অনবদ্য দৃষ্টান্ত গড়লেন এই নারী। মাতৃস্নেহের এমন দৃশ্যকে কুর্নিশ জানিয়েছেন তিনি।