চ্যাম্পিয়ন্স লিগে বার্সার জয়

চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। মেসি-সুয়ারেসের অনুপস্থিতিতে ম্যাচের শুরুতে ধুঁকতে দেখা যায় কাতালানদের। তবুও ইন্টার মিলানের মাঠে ২৩তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। অঁতোয়ান গ্রিজমানের পাস থেকে স্কোর করেন স্প্যানিশ ফরোয়ার্ড কার্লেস পেরেজ।
এরপর সমতায় ফিরতে অতিথিদের ওপর চেপে বসে ইন্টার মিলান। সুযোগটাও পেয়ে যান রোমেলু লুকাকু। ৪৪তম মিনিটে এ বেলজিয়ানের গোলে এগিয়ে যায় ইন্টার। ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দু’দল।
এরপর লিড পেতে মরিয়া ছিল দুই দলই। কিন্তু আক্রমণ-পাল্টা আক্রমণেও গোল পাচ্ছিল না। অবশেষে ম্যাচের ৮৫তম মিনিটে আনসু ফাতির জয়সূচক গোলে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ভালভার্দের দল।
এ জয়ে ছয় ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব শেষ করল বার্সেলোনা। আর ৭ পয়েন্ট নিয়ে এবারের ইউসিএল থেকে বিদায় নিল ইন্টার।