কুষ্ঠর ওষুধ উৎপাদন-বিনা মূল্যে বিতরণের জন্য আহ্বান প্রধানমন্ত্রীর

Dec 11, 2019 / 12:59pm
কুষ্ঠর ওষুধ উৎপাদন-বিনা মূল্যে বিতরণের জন্য আহ্বান প্রধানমন্ত্রীর

কুষ্ঠ রোগের ওষধ উৎপাদন ও বিনা মূল্যে বিতরণের জন্য দেশের ওষধ কোম্পানিগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে কুষ্ঠবিষয়ক জাতীয় সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে কুষ্ঠ রোগ নিয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি হয়েছে।

সবচেয়ে যেটা আগে প্রয়োজন সামাজিকভাবে সচেতনেতা সৃষ্টি করা, তাছাড়া সাধারণ মানুষকে বলতে চাই তারা আমাদের সমাজের একজন। এতটুকু বলতে চাই তাদের দুরে ঠেলে দিবেন না। যদি এ ধরনের লোক পাওয়া যায় তাদের সহানুভূতির সঙ্গে দেখা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা এবং তারা যেন ভালো চিকিৎসা পান তার ব্যবস্থা করা এটা একান্তভাবে প্রয়োজন। জানান প্রধানমন্ত্রী।

তিনি আরো বলেন , ১৯৯৬ সালে কুষ্ঠরোগীর চিকিৎসার জন্য যে উদ্যোগটা নেয়া হয়েছিল তার শুভ ফলটাও আমরাও দেখেছি। যেসব এলাকায় এ রোগ দেখা যাচ্ছে সেখানে বিশেষ দৃষ্টি দিতে হবে। সেখানে চিকিৎসার ও সচেতনতার সৃষ্টি করতে হবে, এবং মানুষের থাকা খাওয়ার সবদিকে দৃষ্টি দিতে হবে।