কাতার আমির প্রত্যাখ্যান করলেন সৌদি বাদশাহের আমন্ত্রণ

Dec 11, 2019 / 12:51pm
কাতার আমির প্রত্যাখ্যান করলেন সৌদি বাদশাহের আমন্ত্রণ

পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসির শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি। সৌদি আরবের রাজধানী রিয়াদে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) কাতারের সরকারি বার্তা সংস্থা কাতার নিউজ এজেন্সি বা কিউএনএ জানায়, পিজিসিসি শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার জন্য শেখ তামিম দেশের প্রধানমন্ত্রী আব্দুল্লাহ বিন নাসের বিন খালিফা আলে সানিকে প্রতিনিধি দলের প্রধানের দায়িত্ব দিয়েছেন।

সম্মেলন উপলক্ষে গত সপ্তাহে কাতারের আমির শেখ তামিমকে, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আমন্ত্রণ জানিয়েছিলেন।

২০১৭ সালের জুন থেকে সৌদি আরব এবং কাতারের ভেতরে সম্পর্কের মারাত্মক অবনতি ঘটেছে। সৌদি আরব, মিশর, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত কাতারের ওপর সর্বাত্মক অবরোধ দিয়ে রেখেছে।

সূত্র : পার্সটুডে