কোহলি আরও একটি মাইলফলকের সামনে দাড়িয়ে

Dec 11, 2019 / 01:00am
কোহলি আরও একটি মাইলফলকের সামনে দাড়িয়ে

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট দলের এ অধিনায়ক সবশেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯ রান করার মধ্য দিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রহের বিশ্বরেকর্ড গড়েছেন।

এবার আরও একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন বিশ্বের অন্যতম সেরা এ ব্যাটসম্যান। বুধবার মুম্বইয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে উইন্ডিজের বিপক্ষে আর মাত্র ৬ রান করতে পারলেই ঘরের মাঠে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করবেন কোহলি। প্রথম ভারতীয় হিসেবে এই কীর্তি অর্জন করার হাতছানি কোহলির সামনে।

বিরাট কোহলি বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে টি-টোয়েন্টিতে ১০০০ রানের মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে। এর আগে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল এবং কলিন মুনরো নিজেদের মাঠে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।