বিপিএলের শুরুতে অনিশ্চিত মাহমুদউল্লাহ

Dec 10, 2019 / 04:54pm
বিপিএলের শুরুতে অনিশ্চিত মাহমুদউল্লাহ

টুর্নামেন্ট শুরুর আগেই বড় ধাক্কা খেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মাঠের লড়াইয়ে নামার আগে ইনজুরির মিছিলে দলটির ক্রিকেটাররা। যার প্রথম ধাপ হিসেবে প্রথম দুই ম্যাচে সম্ভাব্য অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে পাচ্ছে না দলটি।

ইনজুরির কারণে টুর্নামেন্টের বেশিরভাগ সময় পাওয়া যাবে না বড় তারকা ক্রিস গেইলকেও। সেইসঙ্গে টুর্নামেন্ট শুরুর আগে ছিটকে গেলেন ইমাদ ওয়াসিম।

গতকাল সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সি উন্মোচন হয়। উন্মোচনের পর দলের ইনজুরি সমস্যার খবর শোনালেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম ডিরেক্টর জালাল ইউনুস। তিনি বলেন, ‘দলে ইনজুরি সমস্যা বেশি। ইমাদ ওয়াসিমকে আমরা পাচ্ছি না। সেও ইনজুরিতে। রিয়াদও প্রথম এক-দুই ম্যাচ খেলতে পারবে না। তবে আশা করি, পরবর্তী সময়ে তাঁকে পুরো পাব।’

এ ছাড়া গেইল যে আসরের শুরুতে আসবেন না, সেটা আগেই জানিয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এবার জানিয়েছে, দুই ম্যাচের বেশি খেলতে পারবেন না গেইল। এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘ক্রিস গেইলের ইনজুরির মাত্রাটা বেশি। শেষ দিকে তাঁকে দেখা যাবে, দুটির বেশি ম্যাচ খেলতে পারবেন না তিনি।’

এ ছাড়া নিজেদের লক্ষ্য নিয়ে দলটির ডিরেক্টর বলেন, ‘প্রত্যেক ম্যাচ ধরে ধরে এগোতে হবে। ভবিষ্যতে কী হবে, শেষ চারে থাকতে পারবো কি না—সেসব নিয়ে এখনই ভাবতে চাচ্ছি না। আমাদের প্রথম ম্যাচ সিলেট থান্ডারের বিপক্ষে। ওই ম্যাচ জিতি, তারপর পরের ম্যাচ নিয়ে চিন্তা করব।’