‘ডাক্তারের কাছে গিয়ে কি জিজ্ঞেস করেন হিন্দু না মুসলিম’

লোকসভায় নাগরিকত্ব সংশো’ধনী বিল উপস্থাপন করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। বিল পেশ করার পরই তী’ব্র বিরো’ধিতা করেন বিরোধীরা। সোমবার সকাল থেকেই এই ই’স্যুতে উত্তা’ল ছিল লোকসভা। আজ সন্ধ্যায় এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে আক্র’মণ করেন পশ্চিমবঙ্গের তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। একের পর এক প্রশ্ন ছুঁ’ড়ে দেন সরকারের দিকে।
আজ তিনি সরকারকে আক্র’মণ করতে গিয়ে স্বামী বিবেকানন্দের কথা তুলে আনেন। অভিষেক বলেন, স্বামী বিবেকানন্দ আজ এই বিল দেখলে চম’কে যেতেন। ১২৬ বছর আগে বিবেকানন্দ যে কথা বলেছিলেন, আজ একেবারে উ’ল্টো কথা বলছে বিজেপি সরকার। বিবেকানন্দের ঐক্যের ধারণা ভে’ঙে, মোদি সরকার বিভে’দের ধারণায় বিশ্বাস করছে।
নাগরিকত্ব বিলে ধর্মের বিভে’দ তৈরি হয়েছে, এমন দাবি আগেও জানিয়েছেন বিরোধীরা। সোমবার সকালেও অধীর চৌধুরি বলেন, সংখ্যাল’ঘুদের বিরো’ধিতা করতেই এই বিল আনা হয়েছে। সে কথা আরো একবার বলেন ডায়মন্ড হারবারের সাংসদ।
তিনি বলেন, অসু’স্থ হলে ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করেন হিন্দু না মুসলিম? আ্যাম্বুলেন্স ডাকলে জিজ্ঞেস করেন হিন্দু না মুসলিম?
এনআরসি আত’ঙ্কে পশ্চিমবঙ্গে একাধিক জনের মৃ’ত্যু হয়েছে, সে কথাও উল্লেখ করে অভিষেক বলেন, এই মৃ’ত্যুর দা’য় কার? আজ লোকসভায় অমিত শাহ বলেন, ধর্মীয় কারণে বিতা’ড়িত মানুষদের নাগরিকত্ব দেবার জন্য এই বিল। এই বিলের দ্বারা কোনো মুসলিমের অধি’কার হর’ণ করা হবে না, আইন অনুযায়ী সকলে আবেদন করতে পারবে এবং নাগরিকত্ব লাভ করবে।