কপিল শর্মার ঘরে নতুন অতিথি

ভারতীয় কৌতুক অভিনেতা কপিল শর্মার ঘরে এসেছে নতুন অতিথি। মঙ্গলবার ভোরে এক টুইটবার্তায় এ সুসংবাদ নিয়েই জানিয়েছেন তিনি।
তিনি শুধু কৌতুক অভিনেতাই নন, কমেডিয়ান ও জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘কপিল শর্মা শো’র উপস্থাপকও। মঙ্গলবার ভোরে কপিল শর্মা এক টুইটবার্তায়
কপিল শর্মা জানিয়েছেন, একটি কন্যাশিশু লাভ করে নিজেকে সৌভাগ্যবান বোধ করছি। আপনাদের আশীর্বাদ প্রার্থনা করি। সবার প্রতি ভালোবাসা রইল।’ টুইটারে সুসংবাদ জানানোর পরই বন্ধু-শুভানুধ্যায়ীরা তাকে শুভেচ্ছায় সিক্ত করতে থাকেন।
কপিল শর্মা ও তার স্ত্রী গিন্নি চত্রথ গত বছরের ১২ ডিসেম্বর জলন্ধরে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের বিবাহ অনুষ্ঠান দুই ধাপে সম্পন্ন হয়। প্রথমে হিন্দু ঐতিহ্য অনুযায়ী, তার পর আনন্দ-কারাজ উৎসব অনুষ্ঠিত হয় গিন্নির বাড়িতে।