ক্ষমতায় টিকে থাকতে মানবাধিকার লঙ্ঘন করছে সরকার

Dec 10, 2019 / 11:53am
ক্ষমতায় টিকে থাকতে মানবাধিকার লঙ্ঘন করছে সরকার

সরকার শুধু ক্ষমতায় টিকে থাকতেই সব ধরনের মানবাধিকার লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় টিকে থাকা যাবে না। এ দেশের জনগণ তা কখনো মেনে নেবে না।

আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মির্জা ফখরুল। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপির মানববন্ধনে পুলিশের বাধার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সব ধরনের প্রতিবাদ বন্ধ করে দিয়ে কোনো সমস্যা সমাধান করা যায় না। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, গণতন্ত্রকে মুক্ত করতে হবে। অন্যথায় এভাবে স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় টিকে থাকা যাবে না। এ দেশের জনগণ তা কখনো মেনে নেবে না।

বিএনপির মহাসচিব বলেন, ‘আমি সরকারকে আবারও আহ্বান জানাই অবিলম্বে নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের ব্যবস্থা করুন।’

সূত্র : এনটিভি অনলাইন