রঞ্জি ট্রফির ম্যাচে মাঠের মধ্যেই সাপ, খেলা বন্ধ

রঞ্জি ম্যাচ কিছুক্ষণ বন্ধ থাকল এক অদ্ভূত কারণে৷ মন্দ আলো বা বৃষ্টির করাণে প্রায়শই খেলা বন্ধ থাকে। যা বাইশ গজে পরিচিত দৃশ্য৷
এছাড়াও কখনও মৌমাছির দাপটে এবং কখনও অতি-উৎসাহী সমর্থকের মাঠে ঢুকে পড়ার কারণে ম্যাচ বন্ধ রাখতে হয়৷ কিন্তু এবার একটু অন্য কারণে রঞ্জির প্রথম ম্যাচ বন্ধ থাকল কিছুক্ষণ৷
সোমবার রঞ্জি ট্রফির উদ্বোধনী ম্যাচে বিজয়ওয়াড়ার এসিএ ক্রিকেট গ্রাউন্ডে ঢুকে পড়ে একটা সাপ। যার আতঙ্কে দু’দলের ক্রিকেটাররা কিছুটা হলেও ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন।
ফলে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ রাখতে বাধ্য হন আম্পায়াররা৷ গ্রাউন্ড স্টাফরা সাপটিকে মাঠ থেকে বের করে দেওয়ার পরে ফের খেলা শুরু হয়৷ এই ভিডিও বিসিসিআই তার টুইটারে আপলোড করে৷