১২০ কেজি ওজনের ডলফিন মিলল কেশবপুরের নদীতে

Dec 9, 2019 / 09:42pm
১২০ কেজি ওজনের ডলফিন মিলল কেশবপুরের নদীতে

যশোরের কেশবপুর উপজেলার শ্রীহরি নদী থেকে ১২০ কেজি ওজনের একটি ডলফিন উদ্ধার করা হয়েছে।

রোববার নদী থেকে মৃত অবস্থায় ডলফিনটি উদ্ধার করা হয়। উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের আগরহাঁটী স্লুইস গেটের পাশ থেকে বন বিভাগ ওই মৃত ডলফিনটি উদ্ধার করে।

খবর পেয়ে এলাকার শত শত নারী-পুরুষের পাশাপাশি শিশুরা স্লুইস গেটের পাশে ভিড় জমায়।

উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা এসএম আলমগীর হোসেন ও বন বিভাগ কর্মকর্তা আব্দুল মোনায়েম হোসেন বলেন, জোয়ারের পানিতে ডলফিনটি ভেসে এসে আর নামতে পারেনি। খুলনা বন বিভাগকে খবর দিলে তারা ডলফিনটি উদ্ধার করে নিয়ে যান।

এ ব্যাপারে খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মদিনুল আহসান বলেন, কেশবপুর থেকে মৃত অবস্থায় ডলফিনটি উদ্ধার করা হয়। এটির দৈর্ঘ্য ৮ ফুট। ওজন প্রায় ১২০ কেজি।