নিউজিল্যান্ডে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, অন্তত ২০ জন আহত

Dec 9, 2019 / 11:54am
নিউজিল্যান্ডে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, অন্তত ২০ জন আহত

নিউজিল্যান্ডের হোয়াইট আইল্যান্ডে পর্যটকদের উপস্থিতিতে একটি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আজ সোমবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এদিকে, এ অগ্ন্যুৎপাতের সময় ওই স্থানের আশপাশে অন্তত ১০০ জন পর্যটক অবস্থান করছিলেন বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। তিনি বলেন, ‘এটা খুবই বিপর্যস্ত পরিস্থিতি। ধারণা করা হচ্ছে, সেখানে অন্তত ১০০ জন পর্যটক ছিলেন। তাঁদের মধ্যে অনেকেই আহত হয়েছেন। পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।’

এদিকে এ অগ্ন্যুৎপাতের কিছুক্ষণ আগেও এর আশপাশে পর্যটকদের ঘুরে বেড়াতে দেখা গেছে। এরই মধ্যে ওই স্থানের আশপাশে থাকা মানুষকে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।

হোয়াইট আইল্যান্ড নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের পূর্ব উপকূল থেকে ৪৮ কিলোমিটার দূরে অবস্থিত। এটি নিউজিল্যান্ডের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যে অন্যতম। তা সত্ত্বেও সেখানে প্রতিবছরই পর্যটকদের আনাগোনা দেখা যায়।