মোবাইলে কথা বলতে বলতে বিদ্যুতের তারে জড়িয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় মোবাইলে কথা বলতে বলতে বিদ্যুতের তারে জড়িয়ে রিপন জয় তঞ্চঙ্গ্যা রিপন (২৮) নামে এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কেরানীহাট মনির টাওয়ারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয় তঞ্চঙ্গ্যা বান্দরবান সদর উপজেলার মেঘলা ডলুঝিরি এলাকার বলরাম তঞ্চঙ্গ্যার ছেলে।
জানা গেছে, রোববার সকালে ঘুম থেকে উঠে মোবাইল ফোনে কথা বলতে মার্কেটের ছাদে উঠে হোটেল কর্মচারী রিপন। মোবাইল ফোনে কথা বলতে বলতে ৩৩ হাজার ভোল্টের তারের নিচ দিয়ে পার্শ্ববর্তী কেরানীহাট শপিং সেন্টারের ছাদে যাওয়ার চেষ্টা করে।
এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল তৈরির পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
নিহতের ছোট ভাই রসেদ কুমার তঞ্চঙ্গ্যা বলেন, শনিবার থেকে আমার ভাই কেরানীহাট এ্যাপল রেস্টুরেন্টে বয় হিসেবে কাজে যোগ দেয়। রোববার সকালে মোবাইলে কথা বলতে গিয়ে মনির টাওয়ারের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে লেগে কেরানীহাট শপিং সেন্টারের ছাদে পড়ে ঘটনাস্থলে মারা যায়।
সাতকানিয়া থানার ওসি সফিউল কবীর বলেন, কেরানীহাটে বিদ্যুৎস্পৃষ্টে নিহত রিপনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।