হানিমুন পরে আগে পিএইচডি

শুক্রবার রাতে রাফিয়াত রশীদ মিথিলা পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবদের উপস্থিতিতে ভারতের চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ে সম্পন্ন হয়েছে কলকাতায়।
কিন্তু এই বিয়ের আগে তাদের যে অল্প পরিসরে প্রেম সেই কথা অনেকে জানলেও, সেটা কিভাবে তা জানা যায়নি। তবে এর নিয়ে নিজেই জানালেন মিথিলা।
মিথিলা বললেন, সৃজিত এবং আমি প্রথম ফেসবুকে যুক্ত হয়েছি। পরে, আমরা অর্ণবের মিউজিক ভিডিওতে একসঙ্গে কাজ করেছি। এই মিউজিক ভিডিওটি তার প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাচ-কাট প্রোডাকশনে তৈরি হয়েছিলো। আমরা নিয়মিত যোগাযোগ করতাম এবং শেষ পর্যন্ত সেটা প্রেমে পরিণতি পায়।
তবে এখনই কলকাতা যেতে চাননা মিথিলা। তিনি বললেন, আমি আনন্দের সঙ্গে জীবন কাটতে চাই, জীবনকে উপভোগ করতে চাই। এখনই কলকাতায় যাচ্ছি না। আমার ক্যারিয়ারে খুব একটা পরিবর্তন আসবে না।
নিজের হানিমুন নিয়ে মিথিলা বললেন, সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয়ে আমি আমার পিএইচডি শুরু করতে যাচ্ছি। আগামী সপ্তাহে আমরা দুজনেই জেনেভা যাবো। ওখানে কাজ শেষ করে গ্রিসে হানিমুনে যাবো, অল্প সময়ের জন্য।