ভুটানকে উড়িয়ে দিল সৌম্যরা

Dec 6, 2019 / 01:46pm
ভুটানকে উড়িয়ে দিল সৌম্যরা

এসএ গেমসে পুরুষ ক্রিকেটে অংশ নেওয়া দলগুলোর মধ্যে বেশ শক্তিশালী বাংলাদেশ। ব্যাটে-বলে সেটারই প্রমাণ দিচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের পর এবার ভুটানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

আজ শুক্রবার নেপালের কাঠমান্ডুতে ভুটানকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ঝড়ো ব্যাটিংয়ে হাফ-সেঞ্চুরি করেছেন বাঁহাতি ওপেনার সৌম্য সরকার।

ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ৬৯ রান সংগ্রহ করে ভুটান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৬.৫ ওভারে জয় তুলে নেয় বাংলাদেশ।

ব্যাট হাতে ২৮ বলে অপরাজিত ৫০ রান করে ম্যাচসেরা হন সৌম্য সরকার। হাফ-সেঞ্চুরি নিতে পাঁচ চারের সঙ্গে তিন ছক্কা হাঁকান তিনি। সৌম্যকে সঙ্গ দেওয়া আরেক ওপেনার মোহাম্মদ নাইম করেন ১৩ বলে ১৬ রান। বাংলাদেশি বোলারদের পক্ষে ৯ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন মানিক খান। সমান একটি করে নিয়েছেন মেহেদী হাসান রানা, সৌম্য সরকার, লেগস্পিনার মিনহাজুল আবেদিন আফ্রিদি ও তানভির ইসলাম।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে হারিয়েছিল বাংলাদেশ। আসরে নিজেদের তৃতীয় ম্যাচে আগামীকাল শনিবার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।