আজ জুমার দিন, আসুন ইবাদতে মনোযোগী হই

Dec 6, 2019 / 12:08pm
আজ জুমার দিন, আসুন ইবাদতে মনোযোগী হই

ইমাম ইবনুল কায়্যিম (রহ.) বলেন, জুমার দিনে সব কাজ থেকে অবসর হয়ে ইবাদতের জন্য একান্তভাবে মনোযোগী হওয়া মুস্তাহাব। আর এ দিনের সপ্তাহের অন্যান্য দিনের ওপর অনেক বেশি মর্যাদা রয়েছে। কেননা এ দিন অনেক ফরজ ও মুস্তাহাব আমল দ্বারা বৈশিষ্ট্যময়।

আল্লাহ তায়ালা সব জাতির জন্যই এমন একটি দিন নির্ধারণ করেছেন, যাতে তারা জাগতিক সব কাজ থেকে মুক্ত হয়ে ইবাদতের প্রতি একান্তভাবে মনোনিবেশ করবে।

অতএব জুমার দিন হলো ইবাদতের দিন। দিবসগুলোর মাঝে এ দিনের মর্যাদা তেমন, মাসগুলোর মাঝে রমজানের মর্যাদা তেমন। আর এতে দোয়া কবুল হওয়ার সময় রমজানের কদরের রাতের মতোই। তাই জুমার দিন যার ভালোভাবে কাটবে, তার সারা সপ্তাহই ভালোভাবে কাটবে।

যার রমজান মাস ভালোভাবে কাটবে, তার পুরো বছরটাই ভালো কাটবে। আর যার হজ ভালোভাবে কাটবে, তার সারাজীবনই ভালোভাবে কাটবে। অতএব জুমার দিন সপ্তাহের মাপকাঠি, রমজান বছরের মাপকাঠি এবং হজ জীবনের মাপকাঠি। আল্লাহ তৌফিকদাতা। (যাদুল মায়াদ : ১/৩৮২)।