আটলান্টিকে নৌকা ডুবে ৫৮ শরণার্থীর মৃত্যু

Dec 5, 2019 / 04:05pm
আটলান্টিকে নৌকা ডুবে ৫৮ শরণার্থীর মৃত্যু

আটলান্টিক মহাসাগরে পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ার শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে নারী ও শিশুসহ অন্তত ৫৮ জনের মৃত্যু হয়েছে।

নৌকাটির ৮৩ যাত্রী সাঁতরে তীরে আসতে সক্ষম হয়েছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা বুধবার এ তথ্য নিশ্চিত করেছে। খবর আলজাজিরা।

নৌকাটি ১৫০ শরণার্থী নিয়ে যাচ্ছিল। জ্বালানি কম থাকায় একসময় এটি ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায় বলে শরণার্থীবিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইওএম) এক বিবৃতিতে জানিয়েছে।

উদ্ধার হওয়া লোকজন জানিয়েছেন, নারী ও শিশুসহ শরণার্থী বোঝাই ওই নৌকাটি গত ২৭ নভেম্বর গাম্বিয়া থেকে রওনা করেছিল।

তবে গাম্বিয়া কর্তৃপক্ষের তরফ থেকে তাৎক্ষণিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে গাম্বিয়ার ৩৫ হাজারের বেশি নাগরিক ইউরোপে পাড়ি দিয়েছেন।